2007年5月6日日曜日

কত অপমান করেছি তোমাদের, মা!

১.
গতবার দেশে গিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। মূল বিষয় ছিল, বাসার সবাইকে নিয়ে একদিন পুরো বাইরে খাওয়া।
পুরো সফল হইনি, কারণ সকালের নাস্তাটা কোনভাবেই বাইরে করানো যায়নি।
যাই হোক লাঞ্চটা সারলাম বসুন্ধরা সিটির ৮ তলায় ফুড কোর্টে। দাম কিন্তু ঢাকার সাধারণ মানের রেস্তোরাগুলোর (যেখানে অন্তত পরিচ্ছন্ন খাবার আছে বলেই মনে হয়) মতই। সবাই একটা করে চিকেন/মাটন/বীফ আইটেম, ভাত, কিছু সালাদ আর ড্রিংকস নিলাম। বিল আসল ১৬০০ টাকা। ওহ, আমরা সদস্য ছিলাম ৮ জন।
বিকেলে একটু ঘুরাঘুরি করে একটি সাধারণ ফাস্টফুড শপে ঢুকে লাইট কিছু খাবার (কেউ ঝাল, কেউ মিস্টি) খেলাম, সাথে চা/কফি/লাসসি। মোটামুটি ৪০০ টাকা বেরিয়ে গেল।
রাতে 'ভূত' নামে একটা রেস্তোরায় খেলাম, সাধারণ আইটেম। দামবেশী দেখে সবাই পেট না ভরলেও পেট ভরেছে ভাব করে উঠে আসল। এখানে বিল পড়েছিল ২৫০০ টাকার মতো।
ধরে নিলাম সকালে নাস্তাটা একসাথে করলে আরও ৫০০ টাকা যেত।
একদিন সবাই বাইরে খেলে খরচ হয় ৫০০০ টাকা।
একমাসে দেড় লাখ টাকা!!

২.
আমরা বাসায় যখন খাই, তখন এর চেয়ে ভাল খাই। হয়ত তেলটা একূ কম দেয়া থাকে খাবারে, কিন্তু ভ্যারাইটি/স্বাদ দুইদিক থেকেই বিচার করে দেখলে বলা যায় যে বাসার খাবার অনেক বেটার।
তারপর চা-টা খাওয়া হয় অনেকবার। ফলমুলও কমবেশী খাওয়া হয় বাসায়।
এবং সবচেয়ে বড় কথা খাবারের মান বাসার মতো একইরকম রাখতে গেলে বাইরে খাওয়ার সময় উপরে লেখা একটু দামী জায়গায় খাওয়া ছাড়া উপায় নেই। (তাও আমার ধারনা উপরের খাবারের হিসেবটা বিলাসিতা না, বিলাসিতা করলে ঢাকায় একদিনে ৮ জন মিলে ২০-২৫ হাজার খরচ করা যায়)

মাকে জিজ্ঞেস করলে বলে বাসার খাওয়া খরচ ১০ থেকে ১২ হাজারে হয়ে যায়। আরও কমেও নাকি হয়!!
মায়ের এসিস্ট্যান্ট কাজের মেয়েটাকে বেতন দেয়া হয় ৩ হাজারের মতো।
আচ্ছা, সবমিলিয়ে খরচ কোনভাবেই ১৫ হাজার ক্রস করেনা।

সাধারণ এ্যাকাউন্টিং অনুযায়ী সংসারে মার 'শেফ' হিসেবে অবদান কত?
১ লাখ ৩৫ হাজার টাকা!!
মা কিন্তু শুধু শেফই না, আরও অনেক অনেক কাজ করে।

প্রতি বছর একটা জরিপ হয় যুক্তরাস্ট্রে, একজন গৃহিনী কতটাকা সমসমূল্যের শ্রম দেন তা নিয়ে। এবছর তা হলো ১ লাখ ৩৫ হাজার ডলার!!

৩.
ছোটবেলায় মনে আছে-- জামা ছিঁড়ে গেল, দৌড়ে যাও মায়ের কাছে। সাথে সাথে ঠিক করে দেবে।
খেলতে গিয়ে হাঁটু ছিলে গেছে? অথবা রাতে জ্বর এসেছে? অথবা বদহজমে বমি হয়েছে? মা তো আছেই, সেইতো সবচেয়ে ভাল জানে তখন আমার কি দরকার।
বাসার প্রত্যেকটা সদস্য, এমনকি বাবাও, সবকিছুর জন্য মার দিকে চেয়ে আছে। যেন এই দেবী মুহূর্তে সবার সবসমস্যা সমাধান করে দেবে।
আমার কি প্রয়োজন, সেটা অনেক সময় মুখ ফুটে বলতে না পারলেও মুচকি হেসে মা ঠিকই বুঝে নেয়। মনখারাপ হলে মনভালো করার জন্য বাচ্চার কাছে মায়ের চেয়ে ভাল আশ্রয় আর কি?
একজন মা একাধারে শেফ, ম্যানেজার, কাউন্সেলার, টিচার, টেইলার, ফার্সট এইডার, প্ল্যানার -- কতকিছু। একজন মা রবীন্দ্রনাথের চেয়ে কম কি? রবীন্দ্রনাথের গড়ে উঠাওতো একজন মায়ের অবদান।

৪.
এইসব মায়েদের মাঝে একগ্রুপ আছেন যারা একই সাথে বাইরেও চাকুরী করেন, ঘরেও দেখেন।
আবার একগ্রুপ আছেন যারা শুধু ঘরটাকেই দেখেন। এরা এখনও সংখ্যায় অনেক বেশী।

এদের জন্যই বলছি।

সভ্যতা এদেরকে 'গ্রান্টেড ফর' ধরে নিয়েছে।
সভ্যতা এদেরকে স্বীকৃতি দেয়না।
এইসব মায়েদের দিকে আঙুল তুলে দেখিয়ে বলা হয়, 'দেখো নারী জাতি পিছিয়ে আছে!!'
এদেরকে নিয়ে সাহিত্যে, টিভিতে, নাটকে হ্যারাস করা হয় সবচেয়ে বেশী -- মাঝেমাঝে অপমান, মাঝেমাঝে ব্যাঙ্গ।
এবং, আশ্চর্যের ব্যাপার হলো, এদের সন্মানের পক্ষে এদের অবদান স্বীকার করে কেউ কোন কথাও বলেনা!!

আমি এসব দেখলে ভাবি, আমার মা কিভাবে এসব হজম করছে, সে কেনো প্রতিবাদ করতে পারছেনা!
কারণ আমি তো জানি আমার সেই "সহজ-সরল" আটপৌরে মা'র শক্তি কতখানি!!

কিন্তু আমি জানি কেন তাঁদের সন্মান দেয়া হয়না।
কারণ, এই পুঁজিবাদী সমাজে তাঁদের হাতে সরাসরি অর্থ আসেনা!!!

৫.
একটা প্রস্তাব!!!!!

আজ হয়ত অনেকেই প্রস্টাবটা শুনে হাসবেন, তবে এই মেলশভেনিস্ট সোসাইটিতে যেদিন অনেক পুরুষেরা স্টে-এট-হোম হিসেবে কাজ করবে, তখন দেখবেন এই প্রস্টাব এমনেই পাস হয়ে গেছে।

প্রস্তাবের পক্ষে ভূমিকাটা হলো,
এই যে মায়েরা সরকারের জন্য, কর্পোরেটদের জন্য এরকম যোগ্য যোগ্য মেশিন বানিয়ে দিচ্ছে নিজের সবটুকু বিসর্জন দিয়ে, সেই মায়েদের কি সরকারের বা কর্পোরেটদের লাভ্যাংশে অধিকার নেই?
চিন্তা করুন, হঠাৎ সব গৃহিনী মায়েরা যদি সিদ্ধান্ত নেন যে আগামী ১৫ বছর কেউ বাচ্চার কেয়ার নেবেননা, তাহলে কর্পোরেটগুলো ঝরে পড়বে।

তাই প্রস্তাবটা হলো,
গৃহিনীদের জন্য রাস্ট্রীয় ভাতা-ব্যাবস্থা চালু করা। সন্তান যত ভাল করবে, তার সাথে সাথে এই ভাতার পরিমাণ বাড়বে। এবং এজন্য ট্যাক্স হিসেবে কর্পোরেটরা সরকারকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেবে।


0 件のコメント: