2007年5月6日日曜日

৭১ এর সকল বীর সেনানীর পক্ষ থেকে: ২০০৭ এর প্রজন্মের Xদফা দাবী

৭১ এর মুক্তিযুদ্ধে যারা সরাসরি সুদ্ধে অংশ নিয়েছেন, যারা পরোক্ষভাবে নিয়েছেন, যারা দেশ স্বাধীন হোক চেয়েছেন এবং অন্তত যারা দেশ স্বাধীন হওয়ায় খুশী হয়েছেন,
তাদের সবার পক্ষ থেকে এই X দফা দাবী ...

আপনার দাবী/দাবীপূরণের সম্ভাব্য উপায় তুলে ধরুন, গলা মেলান।

১. সকল রাজাকার, আলবদর, আলশামস ও অন্যান্য বাঙালী বা বাংলাদেশ ভূখন্ডে বসবাসরত গোষ্ঠী, যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে খুন, গুম, ধর্ষন, আগুন লাগানো বা অন্যান্য যেকোন নিপীড়নে সাহায্য করেছে, তাদের যত সদস্যকে চিন্হিত করা যায় সবাইকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

২. শাস্তির সাথে সাথে এদেশে এদের রাজনীতি করার/শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করার লাইসেন্স কেড়ে নিতে হবে।

১ ও ২ এর জন্য কি করতে হবে?
ক. বিগ ফিশগুলোর বিরুদ্ধে জড়ো করা যায় এমন সব সাক্ষ্য-প্রমাণ একত্র করা ... একটু প্রচেষ্টা দিলেই যথেষ্ট জোগাড় হবে
খ. গনসচেতনতা তৈরী করা
খ-১. এলাকা (দেশে ও বিদেশে) অনুসারে ছোট ছোট সচেতনতা কমিটি গড়ে তোলা।
খ-২. ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেটে সচেতনতা গড়ে তোলা।
গ. ১ ও ২ একটা সন্তোষজনক লেভেলে গেলে মামলা করা

৩. ৭১ এর পাকিস্তানি অত্যাচারকে বিশ্বের ইতিহাসে 'ভয়াবহতম গনহত্যাগুলোর একটি' হিসেবে ঘোষনা করর জন্য জাতিসংঘের প্রতি আহবান

৪. জাতিসংঘে পাকিস্তান সরকারকে এজন্য ক্ষমা চাইতে বাধ্য করা

৩ ও ৪ এর জন্য কি করতে হবে?
ক. বিদেশী মিডিয়ায় যত বেশী পারা যায় চিঠি/সেমিনার এসবের মাধ্যমে বিষয়টির গুরুত্ব তুলে ধরা।

৫. টোটাল কয়াজুয়ালটির ক্ষতিপূরণ দেয়া (আমার রাফ হিসেবে এটা হওয়া উচিৎ অন্তত ৩ লক্ষ কোটি টাকা ... বাংলাদেশ সরকারের পাঁচ বছরের মিনিমাম বাজেট), এবং অবশ্যই তা বর্তমান পাকিস্তান বর্তমান বাংলাদেশকে দেবে।

৫ এর জন্য কি করতে হবে?
ক. আন্তর্জাতিকভাবে বাঙালী যারা প্রতিষ্ঠিত আছেন তারা পৃথিবীর সম্ভব সব আদালতে মামলা করবেন পাকিস্তানের বিরুদ্ধে

(X দফা নাম দেয়া হয়েছে কারণ আপনার তোলা দাবীগুলোও এখানে যোগ করা হবে, কাজেই মোট কতগুলো দাবী তা এখনও বলতে পারছিনা।)

প্রয়োজনীয় লিংক:

১. গিনেস বুক অভ রেকর্ডস, ২০০৭, পৃ: ১১৮-১১৯ (এখানে ৭১ এর পাকিস্তানি সেনা দ্বারা বাংলাদেশে সংঘটিত গণহত্যাকে পৃথিবীর ইতিহাসের 'ভয়াবহতম ৫টি গণহত্যার ১ টি' হিসেবে উল্লেখ করা হয়েছে।
কৃতজ্ঞতা: ব্লগার রাগীব)

২. http://en.wikipedia.org/wiki/Bangladesh_Liberation_Warhttp://en.wikipedia.org/wiki/Bangladesh_Liberation_War (উইকিপিডিয়ায় আমাদের মুক্তিযুদ্ধ।
কৃতজ্ঞতা: ব্লগার রাগীব)

৩. http://gendercide.org/case_bangladesh.html (৭১ এর গণহত্যার পরিসংখ্যান।
কৃতজ্ঞতা: ব্লগার হাসান মোরশেদ )



২০০৭-০৪-২৯

1 件のコメント:

শামীম さんのコメント...

সহমত জ্ঞাপন করছি। মাঝে মাঝে ওদের প্রাপ্য মৃত্যূদন্ডটাও অনেক কম মনে হয়। ওরা বেঁচে থাকুক আমাদের ঘৃণা আর থুথু গায়ে মেখে।
১. কোন নাগরিক অধিকার পাবে না।
২. কোন আনুষ্ঠানিক/অনানুষ্ঠানিক বক্তব্য দেয়ার অধিকার থাকবে না।
-- এক কথায় ক্রীতদাসের জীবন। উঠতে বসতে সবার কাছে চটকনা খাবে, আমৃত্যূ।